খালেদা জিয়ার দুর্নীতির দুই মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৯ জুন

ima(3)বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন পিছিয়ে আগামী ১৯ জুন পুনর্নির্ধারণ করেছেন আদালত। বুধবার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালত আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে নতুন এ দিন ধার্য করেন। সরকার মামলা দুটি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে মর্মে গেজেট প্রকাশের পর বুধবারই ছিল প্রথম তারিখ। সকাল সোয়া ১০টার দিকে আদালতে শুনানি শুরু হয়। ১০টা ৩৫ মিনিটে আদেশ দেন বিচারক। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মামলা দু’টির বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের উল্লেখ করে সাক্ষ্যগ্রহণ শুরুর বিষয়ে সময়ের আবেদন জানান। এর আগে বিচারিক আদালতে মামলা দুটির অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিভিশন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর তারা বিচারক নিয়োগের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এ আবেদন করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend