ইসলামপুরের চিনাডুলি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ করেছেন মেম্বাররা
এম. কে. দোলন বিশ্বাস : জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে এবারও সরকারী অর্থ আত্মসাত, মনগড়া প্রকল্প বাস্তবায়ন, স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ ওই ইউনিয়ন পরিষদের ৯জন সদস্য।ইউপি সদস্যদের এক লিখিত অভিযোগে জানা গেছে, চেয়ারম্যান আব্দুস সালাম সরকারের বিভিন্ন বরাদ্দ ইউপি সদস্যদের না জানিয়ে নিজের মনগড়াভাবে বাস্তবায়ন করে আসছেন। ২০১২-১৩ অর্থ বছরের এলজি এসপি-২ প্রকল্প থেকে শতকরা ৪০ টাকা হারে এবং চলতি অর্থ বছরে একই প্রকল্প থেকে শতকরা ৩০ টাকা হারে পিসি নিয়েছেন। আরআরইএমপি মহিলা কর্মী নিয়োগে কর্মী প্রতি ৩০ হাজার টাকা হারে উৎকোচ নিয়েছে। চলতি অর্থ বছরে ১৭ মেট্রিকটন টিআর এবং ২৪মেট্রিকটন কাবিখার চাল/গমের সমদয় অর্থ আত্মসাতসহ ইউপি ভবন মেরামত করার যাবতীয় অর্থ আত্মসাত করেছেন ইউপি চেয়ারম্যান। এছাড়াও সরকারি কম্বল বিক্রি করাসহ ভিজিটি ও ভিজিএফ কার্ড বিতরনেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে।চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে অজ¯্র অনিয়মের অভিযোগ এনে গত ১৮ মে সন্ধ্যায় ইউনিয়নের গুঠাইল বাজারের পাইলিং ঘাটে এক সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ৯জন সদস্য। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদ থেকে আব্দুস সালামকে একযোগে অনাস্থা জানিয়েছেন ইউপি সদস্যরা।চিনাডুলি ইউপির প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউপি সদস্য এসএম জাহাঙ্গীর আলম, লুৎফর রহমান, আছাদুজ্জামান, তোফাজ্জল হোসেন, ছাইদুর রহমান, লাল মিয়া, ফরিদা বেগম, মাজেদা বেগম। পরে অনাস্থা প্রদানকারী ইউপি সদস্যরা চেয়ারম্যান আব্দুস সালামকে অবিলম্বে চেয়ারম্যানের পদ থেকে অপসারনের দাবীতে ওইদিন রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারী উন্নয়ন কাজের সুষম বন্টন নিশ্চিত করতে গেলে স্বার্থন্বেষী কয়েকজন ইউপি সদস্য প্তি হয়ে অন্যায়ভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।উল্লেখ্য, গত বছরও সরকারের বিভিন্ন দপ্তরে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে ছিলেন ইউপি সদস্যরা।