নকলায় মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন জমে উঠেছে
নির্বাচন ৪ জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মুুনসুর ও রহমান প্যানেল হাতী প্রতীকে এবং শওকত ও মোজামেল প্যানেল ঘোড়া প্রতীকে এবং প্যানেল ছাড়া কমান্ডার পদে আব্দুল হামিদ সেলাই মেশিন প্রতীকে এবং ডেপুটি কমান্ডার পদে আব্দুর রশিদ কলস প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন। প্রতিদিনই মুনসুর ও শওকত প্যানেলের সমর্থকরা মোটর সাইকেলের শোভাযাত্রাসহ ভোটারদের বাড়ীতে গিয়ে ভোট চাইছেন। উল্লেখ্য আবুল মুনসুর এ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। প্রার্থী ও প্রার্থীর সমথর্করা নকলা উপজেলা সরগরম করে রেখেছেন। যতই দিন যাচ্ছে ততই গ্রার্থী ও সমথর্কদের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে। যেন দম ফালানোর সময় পাচ্ছে না। প্রচরণা তুঙ্গে থাকলেও ভোটের অংক কষা যাচ্ছে না। তবে এ বিজয়ের শেষ হাসিটা কে হাসবে তা নিবার্চনের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।