নাটোরে মামলা না নেওয়ায় এএসআই প্রত্যাহার
নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি কর্মীর হাত কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে(এএসআই) প্রত্যাহার করা হয়েছে।
গতকাল বুধবার সিংড়া থানার এএসআই সাহাদত হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে অভিযোগ গ্রহণ করে মামলার প্রস্তুতি চলছে। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।
অভিযুক্ত সাহাদত হোসেন তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন।
সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, গত রোববার দুর্বৃত্তরা সিংড়ার নাছিয়ারকান্দি গ্রামে বিএনপির এক কর্মীর ডান হাত কেটে বিচ্ছিন্ন করে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেলল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকে সঙ্গে করে আমি মঙ্গলবার বিকেলে সিংড়া থানায় মামলা দায়ের করতে যাই। আমরা দীর্ঘ সময় অপেক্ষার পর ডিউটি অফিসার এএসআই সাহাদত হোসেনকে না পেয়ে ফিরে আসি এবং বিষয়টি তাৎক্ষণিক ভারপ্রাপ্ত পুলিশ সুপারকে অবহিত করি।