ব্যাটারি চালিত রিকশা-অটোরিকশা বন্ধের দাবি মানববন্ধন
রাজধানী ঢাকাতে ব্যাটারি চালিত রিকশা-অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এ দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে তারা ঢাকা সিটি করপোরেশন কর্তৃক ২০১৫ সাল পর্যন্ত রিকশা-ভ্যানের মালিকানা লাইসেন্স নবায়নের তারিখ ঘোষণা, রিকশা মালিকদের মধ্যে সমবায়ের মাধ্যমে ইঞ্জিন চালিত রিকশা বরাদ্দ, চালকদের লাইসেন্স প্রদান ও সিটি এলাকায় চলাচলকারী সব অবৈধ রিকশা আটক করার দাবি জানান।
মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক আরএ জামান, সদস্য সচিব ইনসুর আলী, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ, হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।