মিশরে ৫৪ মুরসি সমর্থকের যাবজ্জীবন, ১৫৮ জনের কারাদণ্ড
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫৪ জন সমর্থককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির একটি সন্ত্রাস বিরোধী আদালত। ৩ নারী শিক্ষার্থীসহ মুরসির আরও ১০৪ সমর্থককে একই অভিযোগে ১ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, মুরসির ওই ৫৪ সমর্থক একটি সন্ত্রাসী সংগঠনের সদস্য এবং তারা হত্যা চেষ্টায় অংশ নেয়া, দাঙ্গা বাধানো, সহিংস কর্মকাণ্ড পরিচালনা এবং অবৈধ ও সহিংস বিক্ষোভে অংশ নিয়ে সরকারি ও বেসরকারি বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পর থেকে অবাধে চলছে ধরপাকড়। মুরসি ক্ষমতাচ্যুত হবার পর সহিংসতায় মিশরে ইসলামপন্থী কমপক্ষে ১,৪০০ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ১৫ হাজারেরও বেশি কর্মী-সমর্থককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে এবং শত শত ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।