ঝিনাইগাতীতে বোরো ধান কাটার ধুম : কৃষকের মুখে হাসি

Dhan-kata-220x165ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বোরো ধান কাটা’র ধুম পড়ে গেছে। এ উপজেলার কৃষক ও কৃষাণীরা এখন বোরো ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা খুশি। কৃষি সম্প্রষারণ অধিদপ্তর চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ১২ হাজার ১শ’ ৪০ হেক্টর জমিতে বোরো রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১২ হাজার ৫শ’ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৩শ’ ৫৬ মে.টন চাল। ধান গাছে বালাই নিধনের ব্যাপারে কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। কৃষি কর্মকর্তা মোঃ কোরবান আলী বলেন, ধান কাটা শেষ হওয়ার আগ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend