প্রধানমন্ত্রী চাইলে ২৪ ঘণ্টায় গুম হওয়া ব্যক্তিও মুক্তি পেয়ে যায় : বি. চৌধুরী

b-chowdhury2দেশে নাগরিকদের আজ কোনো নিরাপত্তা নেই। যখন তখন গুম হচ্ছে, খুন হচ্ছে। তবে প্রধানমন্ত্রী চাইলে ২৪ ঘণ্টার ভেতরে গুম হওয়া ব্যক্তিও মুক্তি পেয়ে যায়। এসব কথা বলেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে কমল একাডেমী পিরোজপুরের উদ্যোগে ‘গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক নিরাপত্তা, পেশাজীবি রাজনীতিবিদদের অবিলম্বে মুক্তি ও ব্যাপক কারচুপির উপজেলা নির্বাচন সমূহের ফলাফল বাতিলের দাবিতে’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার শুধু অগণতান্ত্রিক নয় তারা গণতন্ত্র বিরোধী। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, ইতিহাস বলে তারা গণতন্ত্রবিরোধী।

‘সরকার ধীরে ধীরে দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের সকল ক্ষমতা আজ প্রধানমন্ত্রীর হাতেই ন্যাস্ত। একজনের হাতে ক্ষমতা চলে যাওয়ার কারনেই দেশে আজ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।’

বদরুদ্দোজা আরও বলেন, মাত্র ৫ থেকে ১০ ভাগ ভোট পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করল। এটা জাতির জন্য লজ্জার। পরবর্তীতে তারা উপজেলা নির্বাচনে এসেও মহাকারচুপির আশ্রয় নিয়েছে সরকার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend