ঢাকা দিয়ে শুরু হতে পারে মোদির প্রথম সফর

business-standerdভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সফরটি হতে পারে ঢাকায়। এছাড়া এই সফরেই তিস্তা চুক্তি সই হতে পারে। এমন একটি সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদপত্র বিজনেস স্ট্যান্ডার্ড। পত্রিকাটি বলেছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা শুভেচ্ছা জানাতে মোদীকে টেলিফোন করলে তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা হয়। তাতেই তিস্তা চুক্তি প্রসঙ্গ আসে। মোদী তখন বলেছেন, তিনি ঢাকাই প্রথম সফর করবেন। এবং ঢাকাকে তিনি তার সেকেন্ড হোম বলেই মনে করেন। কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটি আরও লিখেছে, নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বলেছেন, দ্বি-পাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে তিনি অর্থপূর্ণ সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চান।

সুত্র জানিয়েছে ভারতের প্রতিবেশি বাংলাদেশের সাথে সম্পর্ক আরো জোরদারের ক্ষেত্রে তিস্তা চুক্তি মোদির প্রথম পদক্ষেপ হতে পারে। এর আগে মমতা ব্যানার্জির বিরোধিতার কারনে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার তিন্তা চুক্তি করতে না পরলেও ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপির পক্ষে মমতা ব্যানার্জিকে তিস্তা চুক্তিতে রাজি করাতে খুব একটা বেগ পেতে হবে না।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend