টাউন হল বাজারে ভ্রাম্যমাণ আদালতের ওপর মাছ বিক্রেতাদের হামলা
রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে অভিযানে গিয়ে মাছ বিক্রেতাদের হামলার মুখে পড়েছে একটি ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযানে ফরমালিন মিশ্রিত মাছ আটকের পর বিক্রেতারা ইট ছুড়তে শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এরপর পুলিশ ফাঁকা গুলি ছুড়ে এবং কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে পুলিশও ছিল।
আবুল কালাম বলেন, বাজারের প্রায় প্রতিটি দোকানে ফরমালিনযুক্ত মাছ পাওয়া যায়। সেগুলো জব্দ করতে গেলে তারা (বিক্রেতা) বাধা দেয় এবং আমাদের দিকে ইট ছুড়তে শুরু করে।
ওই সময় বাজারের বৈদ্যুতিক বাতিগুলো বন্ধ করে দেয়া হয়েছিল বলেও জানান তিনি।
তবে মাছ বিক্রেতারা দাবি করেছেন, ভ্রাম্যমাণ আদালত ‘যথেচ্ছ’ জরিমানা শুরু করলে তারা এর প্রতিবাদ জানান।
শাকিল নামে এক বিক্রেতা বলেন, তারা (ভ্রাম্যমাণ আদালত) জ্যান্ত মাছেও ফরমালিন আছে বলছিল। ইচ্ছামতো জরিমানাও করতে থাকে। একেক জনকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।
আবুল কালাম আরও জানান, হামলার সময় পুলিশ বাধা দিতে গেলে ব্যবসায়ীরা পুলিশকেও ধাওয়া করে। এসময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।