সিরিয়ার আলেপ্পোর কেন্দ্রীয় কারাগার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, ৫০ গেরিলা নিহত

926151b6b3eefb25e2edc4ab4f0fb1bc_XLসিরিয়ার আলেপ্পোর কেন্দ্রীয় কারাগারের ওপর গেরিলাদের অবরোধ অবশেষে ভেঙে দিয়েছে সরকারি বাহিনী। গত প্রায় দেড় বছর ধরে গেরিলারা সেখানে অবরোধ আরোপ করে রেখেছিল। পার্শ্ববর্তী সেনাঘাঁটির ওপরও সরকারি বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সেনাবাহিনী কারাগারে প্রবেশ করেছে। একইসঙ্গে কারাগারের আশেপাশে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় কারাগারেরে আশেপাশের এলাকাগুলো থেকে গেরিলাদের তাড়িয়ে দিতে সক্ষম হয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ গেরিলা নিহত হয়েছে। আলেপ্পোর কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় চার হাজার বন্দি রয়েছে।

সাম্প্রতিক সময়ে আলেপ্পো ও এর আশেপাশের এলাকায় গেরিলাদের বিরুদ্ধে ব্যাপক সাফল্য পেয়েছে সেনাবাহিনী। অব্যাহত সাফল্যের অংশ হিসেবে কেন্দ্রীয় কারাগারটিও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। এই নিয়ন্ত্রণকে সরকারি বাহিনীর জন্য বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com