আমি শুধু বলেছি ‘আপুটাকে লাইক করি’

index_37949ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় এক ইভটিজারকে গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ইভটিজারের নাম আরাফাত আলী সিকদার। তিনি বহিরাগত ও পুরান ঢাকার বংশালে আল রাজ্জাক হোটেলের পেছনে একটি বাড়িতে থাকেন। তার বাবার নাম আজম আলী সিকদার। তিনি ব্যবসা করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী আড্ডা দিচ্ছিলেন। একই জায়গায় আরাফাতসহ তার বন্ধুরাও আড্ডা দিচ্ছিলেন। এসময় আরাফাত ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকেন। ছাত্রীরা এর প্রতিবাদ করলেও আরাফাত তা কানে নেননি।

পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি লক্ষ্য করে আরাফাতকে গণধোলাই দিয়ে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে তার বাবার সামনেই প্রক্টর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে আরাফাত বলেন, আমি কোন বাজে মন্তব্য করিনি নাই। আমি শুধু বলেছি ‘আপুটাকে লাইক করি’।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, একজন ইভটিজারকে সাধারণ শিক্ষার্থীরা গণধোলাই দিয়েছে। পরে তাকে তার বাবার সামনেই পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend