কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
রংপুর জেলা ছাত্রলীগের সদস্য পদ থেকে ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমেদকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ধনজিৎ ঘোষ তাপস ও সাধারণ সম্পাদক ফকরুল হাসান লিউ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় গত ১৪ মে রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে ছাত্রলীগের জেলা কমিটির সভায় ১৭ মে তাকে রংপুর জেলা ছাত্রলীগের সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়।