ভিজিএফ ও কাবিখা বাস্তবায়নে আধুনিক নীতিমালার নির্দেশ: মায়া

maya-1ভিজিএফ ও কাবিখা কর্মসূচি বাস্তবায়নে অধুনিক নীতিমালা করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া।

বৃহস্পতিবার সচিবালয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।

এছাড়া সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেও জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। বিভাগীয় কমিশানদের মাধ্যমে জেলা প্রশাসকদের এ নির্দেশ দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অর্থবছরেই যুগোপযোগী নীতিমালা অনুযায়ী কাজ করা হবে। বিভিন্ন জেলায় এ মন্ত্রণালয়ের জমি সংক্রান্ত যে সব সমস্যা রয়েছে তার প্রতিবেদন দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণের জন্য কমিশনারদের হস্তক্ষেপ করার নিদের্শনা দেওয়া হয়।

মন্ত্রী মাঠ পর্যায়ে প্রকল্প বাছাইয়ে সতর্কতা অবলম্বনের বিষয়ে কমিশনারদের মাধ্যমে জেলা প্রশাসকদের নির্দেশ দেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ের কার্যক্রম আরও নিবিড়ভাবে মনিটর ও সমন্বয় করার জন্য জুন মাস থেকে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বিভাগীয় পর্যায়ে সভা করবে। স্থানীয় পর্যায়ের যেকোনো সমস্যা সে সভার সিদ্ধান্তের আলোকে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

সভায় সব বিভাগের কমিশনার ছাড়াও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস ও সহিদুল্লাহ মিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল ওয়াজেদ মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend