রাণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ট নকলাবাসী
নকলা উপজেলা শহরের কামার পট্টিতে মর্জিনা আক্তার রাণীর (ঐশির মা) অসামাজিক কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। রাণীর কার্যকলাপ পুরো শহরের মানুষকে হতাশ করে দিচ্ছে, যুব সমাজকে নিয়ে যাচ্ছে চরম ধ্বংসের দিকে। জানা যায়, হুজুরীকান্দা গ্রামের মোঃ হীরা মিয়া (সৈনিক) এর স্ত্রী মর্জিনা আক্তার রাণী স্বামী চাকুরীর সুবাধে দূরে থাকায় এক কন্যা (১৫) ও এক পুত্র (৪) কে নিয়ে নকলা শহরে সুবিধা মত বাড়ি ভাড়া করে (বিশেষ করে প্রবাসীদের বাড়ি) দীর্ঘদিন যাবৎ দেহ ব্যবসা করে আসছে। তাই কিছুদিন পর পর বাড়ি পাল্টাতে হয় তাকে। সূত্রমতে তার খদ্দেরের নামের তালিকায় খারাপ প্রকৃতির কিছু ব্যক্তির নাম থাকায় রাণীর অতিষ্ট প্রতিবেশীরা মুখ খোলার সাহস পায় না। কেউ কেউ মুখ খোললেও খদ্দেরের তালিকাতে নাসমহ মামলা করার ভয় দেখায় সেই দূধর্ষ দেহ ব্যবসায়ী। এতদিন মুখ না খোললেও এখন মানুষের মুখে এবং মোবাইলে দেহ ব্যবসায়ী রাণীর আপত্তিকর ছবি ও খদ্দেরের সাথে মোবাইলে আপত্তিকর কথাবার্তা ছড়িয়ে পরেছে শহরের যুব সমাজের হাতে। ফলে সচেতন অভিভাবকরা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে।
রাণীর (ঐশির মার) প্রতিবেশীর তালিকায় সাংবাদিক, কৃষি উপসহকারী, নায়েব, স্কুল- কলেজ-মাদরাসার শিক্ষক/শিক্ষিকা সহ ব্র্যাকের ম্যানেজার এবং ব্যবসায়ী রয়েছেন। এই সব প্রতিবেশীদের সাথে কথা বললে তারা বলেন- ভাই! আমরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকি। আমরা এ এলাকার প্রায় ৯৫ভাগ লোকই সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত অফিসে থাকি। তবে সবাই এ বিষয়ে জানলেও মান ইজ্জত যাওয়ার ভয় ও মামলার ভয়ে কেউ মুখ খুলতে রাজি হয় না।