ধুনটে বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বগুড়ার ধুনট উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিকালে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৩০ গ্রামের কয়েক হাজার গাছপালা ও বাড়ীঘর ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আকষ্যিক এই ঝড়ে কৃষকের ক্ষেতের পাকা ধান ঝড়ে গেছে এবং অনেক সবজী বাগান নষ্ট হয়ে গেছে। এছাড়া বিদ্যুতের খুটি ভেঙ্গে ও তার ছিড়ে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। রাস্তায় গাছ ভেঙ্গে পড়ায় প্রায় সব রুটের যানচলাচল বন্ধ ছিল। গণমাধ্যাম সূত্রে জানাযায়, খাদুলী উচ্চ বিদ্যালয়, উলুাপুর প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কয়েক হাজার গাছপালা ও বাড়ীঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।