প্রধানমন্ত্রী সরকারি সফরে জাপান যাচ্ছেন ২৫ মে

hasina_0মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। তাঁর এই সফরের মধ্য দিয়ে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিক উন্মোচিত হতে যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বুধবার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরের ফলে ঢাকা-টোকিও দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে। বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার জাপান দারিদ্র্য বিমোচন, ভৌত অবকাঠামো, বিদ্যুৎ উৎপাদন, মানবসম্পদ উন্নয়নের মতো বিভিন্ন খাতে আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধানমন্ত্রীর দফতর সূত্র জানায়, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী কাল রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর কোন দেশে এটি হবে শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে জাপানে এটি হবে তাঁর তৃতীয় সরকারি সফর। তিনি ১৯৯৭ সালে প্রথম এবং ২০১০ সালে দ্বিতীয়বার জাপান সফর করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend