ভারতের সঙ্গে সমস্যা বৃদ্ধি পাবে: আনু মুহাম্মদ

21_anu+mohammad_cpb_basad_221013_38057ভারতে মোদি সরকার ক্ষমতায় আসায় বাংলাদেশের জন্য কোনো লাভ হবে না বরং নতুন নতুন ইস্যুতে দুই দেশের মধ্যে সমস্যা আরো বৃদ্ধি পাবে। এসব কথা বলেছেন তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তোলার দাবিতে এবং ভারতের পানি আগ্রাসন ও সরকারের নতজানু নীতির প্রতিবাদে আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন বলেন, দেশের বড় দু’টি দল মোদিকে সন্তুষ্ট রাখার জন্য প্রতিযোগিতায় নেমেছে।

ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, যে চুক্তিতে জনগণের অধিকার রক্ষা হয় না সেই চুক্তি আমাদের দরকার নেই। ভারতের কাছ থেকে যেসব ক্ষতি হয়েছে তার জরিমানা আদায়ে কমিটি গঠন ও জনমত সৃষ্টি করতে হবে। ভারত কর্তৃক নদীতে বাঁধ দেওয়ার কারণে নতুন নতুন ভূমির সৃষ্টি হচ্ছে। আর এতে লাভবান হচ্ছে ভূমিদস্যুরা। তাই এসব ভূমিদস্যুরা ভারতের পক্ষে কথা বলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend