২৫ মে ঢাকাসহ প্রতি জেলায় বিক্ষোভ ও সমাবেশ করবে বিএনপি
আগামী ২৫ মে রাজধানী ঢাকার প্রতি থানায় ও জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর বিএনপির পূর্বঘোষিত নাগরিক সভা করতে না দেয়ার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে দলটি।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক
সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এছাড়া রুহুল কবির রিজভী বলেন, সরকার বিরোধীদল দমনে নানান ধরনের ফ্রন্ট খুলেছে। এই ধারাবাহিকতায় বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা চার্জশীট গঠন করা হয়েছে। এটি সরকারের সার্বিক দমন নীতির একটি অংশ।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে রিজভী বলেন, এই মূহুর্তে গুম, খুন ও অপহরণের ছেদ টানুন। দেশকে ফ্যাসিবাদি ও জল্লাদ রাজ্যের পথে আর যেতে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।