জলেবিবি’র আকুতি ‘আমাকে কেউ কিছুই দেয় না’

Zule Bibi (1)মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) থেকে: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ডেফলাই বেদেপল্লীর বেদেনী জলেবিবি (১০৫) আক্ষেপ করে বলেন, আমাকে কেউ কিছুই দেয় না ভাই। কেউ খোজ-খবরও রাখে না। জলেবিবি ওই গ্রামের মৃত কুতু বেদের স্ত্রী। ৫ বছর আগে তার স্বামী মারা যায়। ১ ছেলে ৩ মেয়ে বিয়ে হয়েছে। ছেলেমেয়ের ঘরে এসেছে সন্তানাদি। যার যার সংসার আলাদা। জলেবিবি খোজ-খবর রাখে না কেউ। বয়সের ভারে নুউয়ে পড়েছেন বেদেনী জলেবিবি। তবুও জীবিকার তাগিদে গ্রামে গ্রামে ঘুরতে হয়। সিঙ্গা লাগিয়ে তাবিজ-কবজ বিক্রি করে যা আয় হয় তা দিয়ে চলে তার জীবিকা। যেদিন গ্রামে যেতে পারে না, সেদিন থাকতে হয় তাকে অনাহারে। জুটেনি তার ভাগ্যে সরকারী কোন সাহায্য সহযোগীতা। সরেজমিনে, এই প্রতিবেদকের সাথে কথা জলেবিবি’র। তিনি কান্না জড়িত কন্ঠে তার এসব দুঃখ কষ্টের বর্ণনা দেন। তিনি আক্ষেপ করে বলেন, মৃত্যুর আগে আমার ভাগ্যে বয়স্কভাতা জুটবে কি?

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend