আইপিএল জুয়ায় ভাসছে শ্রীবরদী ; নিঃস্ব হচেছ যুবকরা

imagesশ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি: আইপিএল জুয়ায় ভাসছে শ্রীবরদী। প্রতিদিন লাখ লাখ হেরে নিঃস্ব হচ্ছে স্কুল, কলেজ শিক্ষার্থী, ব্যবসায়ীসহ উঠতি বয়সী যুবকরা।

জানা গেছে, ইন্ডিয়া প্রিমিয়ার লীগ (আইপিএল) এ খেলার দিন শ্রীবরদীতে প্রতিদিন লাখ লাখ টাকা বাজি হচ্ছে। এতে কেউ লাখপতি হচ্ছে আবার অনেকেই নিঃস্ব হচ্ছে। আইপিএল জুয়ার সাথে মিশে গেছে শিক্ষক, চাকুরীজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ প্রায় সকল শ্রেনী পেশার মানুষ। প্রতিদিন শ্রীবরদীর পশ্চিম বাজার, পানহাটি মোড়, কলেজ রোড সহ বিভিন্ন পয়েন্টে রয়েছে বাজির বোর্ড। যে যে দলের পক্ষে বাজি ধরতে চায় সে দলের হয়ে নাম লিখিয়ে টাকা জমা দিতে হয়। খেলার পর জিতলে হিস্যানুযায়ী লাভসহ ফেরত দেয়া হয়। অনেকে আবার শেরপুর, জামালপুর সহ অন্যান্য এলাকায়ও বাজির টাকা জমা দেয়। সে ক্ষেত্রে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করে। অনেকে বোর্ডে টাকা জমা না দিয়ে একে অপরের সাথেও বাজিতে মেতে উঠেছে। অনেক বাজিকর কে আবার শহরে ঘুরে ঘুরে বাজির টাকা সংগ্রহ করতে দেখা গেছে। এছাড়া কোন বল ৪/৬ হবে, কোন বলে আউট হবে, কোন বল ওয়াইড হবে, ১ ওভারে কত রান হবে এ নিয়েও চলে হাজার হাজার টাকার জুয়া।

আইপিএল জুয়ার কবলে পড়ে অনেকই নিঃস্ব হয়েছে। অনেকেই আবার টাকা পয়সা খুইয়ে এলাকা ছেড়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend