থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আটক
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও তার পরিবারকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এর আগে থাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল প্রেয়াথ চান-ওচা নিজেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ঘোষণা করেন। সরকার প্রধানের এই পদে স্থায়ীভাবে কাউকে না পাওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানান। এর আগে তিনি সরকারের নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয়ার পর কারফিউ জারি করেন। একইসঙ্গে রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করাসহ নিয়মিত টেলিভিশন প্রোগ্রামগুলোও বন্ধ করে দেন। সেই সাথে দেশের রাজনীতিকদের তলব করেন।
তলবের প্রেক্ষিতে বিকেলে সেনা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গেলে ইংলাককে বেশ কিছু ঘণ্টা আটকে রাখার পর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এছাড়া, তার পরিবারের বেশ ক’জন সদস্যকেও আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
অবশ্য, সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের আটকের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি তার দল থাই পেউ পার্টি বা সেনা কর্তৃপক্ষ।