ভারত সিরিজের জন্য টাইগারদের প্রাথমিক দল ঘোষণা
ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে ২৬ মে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকদের ক্যাম্প শুরু হবে। ২৩ জনের মধ্যে ৫ জন ক্রিকেটার ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করেছেন। ৪ দিনের ম্যাচ শেষ হলে সংক্ষিপ্ত একাদশে সুযোগ পাওয়া ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরত আসবেন।
বাংলাদেশ দল
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মতুর্জা, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, মমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ হোসেন, আরাফাত সানি, সোহাগ গাজী, মোঃ মিঠুন, সৌম্য সরকার, শফিউল ইসলাম ও ছাব্বির রহমান রুম্মন।
উল্লেখ্য, স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন ঢাকায় পা রাখছে ভারত। সফরের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুন। এছাড়া সিরিজের বাকি ২টি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ জুন। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।