মোদির শপথে থাকবেন নওয়াজ
সমস্ত জল্পনা-কল্পনা আর আশঙ্কার অবসান ঘটিয়ে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একথা জানানো হয়েছে। ভারতের আমন্ত্রণে সাড়া দেয়ার পক্ষেই এদিন আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ না-দিলে ভুল সিদ্ধান্ত নেয়া হবে- এটাই পাক কর্মকর্তাদের অভিমত। আগামী দিনের কথা ভেবে সুযোগের সদ্ব্যবহার করা উচিত। এমনকী ভবিষ্যতের কথা ভেবে জনস্বার্থে মোদির আমন্ত্রণে সাড়া দেওয়ার পক্ষে রায় দেয় বিরোধী দলনেতা খুরশিদ আহমেদ শাহ। তিনি বলেন, উন্নয়নের স্বার্থেই ভারত-পাক হাত মোলানো উচিত।
শরিফকে আমন্ত্রণপত্র পাঠানোর পর থেকেই শুরু জল্পনা। অতীতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমন্ত্রণে সাড়া দেয়নি পাকিস্তান। এদিকে শুক্রবার ভোরে আফগানিস্তানের হেরাত শহরে কনস্যুলেট ভবনে হামলার পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আএসআইয়ের হাত রয়েছে বলে সন্দেহ সৃষ্টি হওয়ায় নওয়াজের উপস্থিত থাকার বিষয়টা আরো ঘোলা হয়ে ওঠে। অনলাইন সংবাদসংস্থা বিডিনিউজ তাদের এক প্রতিবেদনে জানায়, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) মনে করছে- মোদির শপথে নওয়াজকে উপস্থিত থাকতে না দিতেই আইএসআই ষড়যন্ত্র করে জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ককে দিয়ে এই হামলা পরিচালনা করেছে। এতে মোদির শপথে নওয়াজের উপস্থিত থাকার ব্যাপারে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।