কুষ্টিয়ায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক
কুষ্টিয়ায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে পেটানোর মামলায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে শহরের চৌড়হাস ফুলতলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গত ৫ এপ্রিল বিকেলে শহরের চৌড়হাস এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তার অনুসারীরা মামুন নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে দুই হাত ও এক পা ভেঙে দেয়। এ ঘটনায় আহত মামুনের বাবা পরিবহন ব্যবসায়ী মনির হোসেন বাদী হয়ে ঘটনার দিন রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ছয় জনকে আসামি করে মডেল থানায় একটি মামলা দায়ের করেন।