বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি লঘুচাপে পরিণত
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপটি এখন পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তা রাশেদুজ্জামান। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিলোমিটার ও কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এই নিম্নচাপটি অবস্থান করছিল। এটি ক্রমেই দুর্বল হয়ে পশ্চিমউত্তর- উত্তরপশ্চিম দিকে সরে গেছে।
লঘুচাপের ফলে একই এলাকায় অবস্থানের কারণে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এবং গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।