একরামুলের সাত খুনি আশ্রয়দাতাসহ গ্রেফতার
ফেনীর একরাম চেয়ারম্যানের রোমহর্ষক হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সাত হত্যাকারীকে গ্রেফতার করেছে র্যাব। হত্যাকারীদের এক আশ্রয়দাতাকে গ্রেফতার করা হয়েছে। আজ শরিবার দুপুর দুইটায় র্যাব সদর দপ্তরে এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে। গ্রেফতারকৃতদের নাম : আবিদুল ইসলাম আবিদ, কাজী সানান মাহমুদ, জাহিদুল হাসান সৈকত, মো. জিহাদ উদ্দিন একরাম, শাহজালাল উদ্দিন শিপন, মোঃ নাফিজ উদ্দিন অনিক, সাজ্জাদুল ইসলাম পাটোয়ারী ওরফে সিফাত এবং হত্যাকারীদের আশ্রয়দাতা হেলালউদ্দিন।
উল্লেখ্য, গত ২০ মে ফেনী শহরের বাসা থেকে নিজ গাড়িতে ফুলগাজী যাওয়ার পথে সকাল ১১টার দিকে ফেনী শহরের বিলাসী হলের সামনে দুর্বৃত্তরা প্রথমে গুলি করার পর একরামুলকে পুড়িয়ে দেয় গাড়িসহ পুড়িয়ে হত্যা করে।
গ্রেপ্তার হওয়া আবিদ ফেনী সদরে আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আত্মীয়। তার মা ফেনী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এই হত্যাকাণ্ডে নিজাম হাজারীর দিকে অভিযোগের আঙুল দলের ভেতর থেকে উঠলেও তিনি তা অস্বীকার করেছেন।