রোববার সারাদেশে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পূর্ব ঘোষিত কর্মসূচি করতে না দেওয়ার প্রতিবাদে রোববার সারাদেশে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এছাড়া ২৭ মে দেশের সব বারে মানববন্ধন এবং ২৯ মে কালো পতাকা মিছিলের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইইজীবী ফোরামের সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় আইনজীবী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশে বাধা দেয় পুলিশ। এবং ঢাকা জজকোর্টের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান সহ মোট ১৬ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে আটক করে পুলিশ।
পরে জাতীয় প্রেম ক্লাবে সমাবেশ করার ঘোষণা দেন আইনজীবীরা।
দেশব্যাপী গুম, খুন ও অপহরণের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি।