ঝিনাইগাতীতে ব্রীজ আছে রাস্তা নেই : জনদূর্ভোগ চরমে
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজারমারী বিলে ব্রীজ আছে কিন্তু ব্রীজের দু’পাশে রাস্তা নেই। ফলে এ পথে যাতায়াতকারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সীমান্তবর্তী এ উপজেলার কালিনগর চৌরাস্তা থেকে গজারমারী হয়ে বাগেরভিটা মোহনগঞ্জ বাজার পর্যন্ত পায়ে হেঁটে যাতায়াতের ৮ কি.মি. পথ। স্বাধীনতার ৪২ বছরেও এ রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। এ রাস্তাটি নির্মাণের ব্যাপারে গ্রামবাসীদের পক্ষ থেকে বহুবার আবেদন-নিবেদন করা হয়েছে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাসও পাওয়া যায়। কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। রাস্তা না থাকলেও গজারমারীতে রাস্তার মাঝপথে ২০০৯ সালে এলজিইডি’র প্রায় ২কোটি টাকা ব্যয়ে একটি ব্রীজ নির্মাণ করা হয়। কিন্তু ব্রীজেজর দু’পাশে রাস্তা না থাকায় আজো দূর্ভোগ লাঘব হয়নি। এ সরুপথে রিক্সাভ্যান তো দূরের কথা পথচারীদের পায়ে হেঁটে যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়ে। বর্ষা মৌসুমে কৃষকদের কৃষিপন্য নিয়ে নৌকাযোগে যাতায়াত করতে হয়। এতে ব্যয় বেশি হবার পাশাপাশি কৃষকরা তাদের কৃষিপন্য সঠিক সময়ে বাজারজাত করতে পারছে না। সবকিছু মিলিয়ে এ রাস্তায় যাতায়াতকারীদের দূর্ভোগ চরমে পৌছেছে। এ রাস্তায় যাতায়াতকারীদের দূর্ভোগের বিষয় নিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকায় লেখালেখিও করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি পড়েনি।