ঝিনাইগাতীতে সংখ্যালঘু’র দোকান লুট: আহত ৭

imagesমোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) থেকে:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে গতকাল শনিবার প্রদীপ নামে এক সংখ্যালুঘু’র দোকান ভাংচুর ও লুটপাট করেছে দুবৃর্ত্তরা। এ সময় লুটপাটের বাধা দিতে গিয়ে দুবৃর্ত্তদের লাঠির আঘাতে আহত হয়েছে ৭জন। আহতরা হলেন, তারা মিয়া (৩৫), লাল মিয়া (৩২), জনি (২০), রনি মিয়া (১৬), জাহানারা (৪২), শাহিদা (২৫), রিতা (৩০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রদীপ মালিঝিকান্দা গ্রামের রহুল আমিনের কাছ থেকে একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি ওই দোকানের মালিকানা দাবী করে আসছে একই গ্রামের আনিসুর রহমান (আইফল) নামে এক প্রভাবশালী ব্যক্তি। এ নিয়ে কয়েকদফা দেন-দরবারও  হয়েছে। শনিবার দুপুরে আনিসুর রহমান বিভিন্ন জায়গা থেকে ভাড়াটিয়া লোকজন এনে প্রদীপ বাবুর দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় ঘর মালিক রহুল আমিনের লোকজন বাধা দিতে এলে আনিসুর রহমানের লোকদের হাতে আহত হয়। আহতদের মধ্যে তারা মিয়া, লাল মিয়া, জনিকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুটপাটের খবর পেয়ে থানা পুলিশ ২ লুটপাটকারীকে হাতেনাতে আটক করে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend