রংপুরে ৩ দিন পর মিললো ব্যবসায়ীর এসিডে ঝলসানো লাশ
রংপুর নিখোঁজের তিন দিন পর তামাক ব্যবসায়ী নুর ইসলামের (৬০) এসিডে ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় হারাগাছ পৌর এলাকার বানুপাড়ার একটি ধানক্ষেত লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির ভাগ্নে ওমর ফারুক জানান, বৃহস্পতিবার হারাগাছ কলেজ বাজার থেকে নিখোঁজ হন বালুপাড়া এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে তামাক ব্যবসায়ী নুর ইসলাম। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
তিনি জানান, সন্ধ্যায় বানুপাড়ার ধানক্ষেতে তার লাশ পড়ে থাকার খবর পেয়ে আমরা কাউনিয়া থানা পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কাউনিয়া থানা ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, তাকে যাতে কেউ চিনতে না পারে এ জন্য শ্বাসরোধে হত্যার পর তার মুখে এসিড ঢেলে দেওয়া হয়েছে।
ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।