স্থানীয় সরকার ব্যবস্থাকে রাজনৈতিক নিয়ন্ত্রণে রাখা হয়েছে: টিআইবি
উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ আইনে সংসদ সদস্যদের পরিষদের উপদেষ্টা করে তাদের পরামর্শ গ্রহণের বিধানের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে রাজনৈতিক নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ব্র্যাক সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘স্থানীয় সরকার খাত সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তোলনের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়। এছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট নারী সদস্যদের দায়িত্ব ও কাজের আওতা সম্পর্কে সুনির্দিষ্ট কোন বিধি বিধান নেই। এসব আইনের অপ্রতুলতার কারণেও ভেঙ্গে পড়েছে স্থানীয় সরকার ব্যবস্থা। গবেষণা প্রতিবেদনে আইনের বিভিন্ন ত্রুটি তুলে ধরে বলা হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের সময় নির্ধারণ ও তফসিল ঘোষণার সিদ্ধান্ত কে গ্রহণ করবে তা আইনে উল্লেখ করা হয়নি।