ঘিওরে গৃহবধূর আত্মহত্যা
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাইলট গ্রামে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রিকতা বেগম (২৪) নামে এক গৃহবধূ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ রিকতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত রিকতা ওই গ্রামের মুসলেম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে বালিয়াখোড়া ইউনিয়নের পাইলট গ্রামের কৃষক মুসলেমের সঙ্গে নগদ ৭০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণ যৌতুক দিয়ে রিকতার বিয়ে হয়। এসময় যৌতুকের আরো কিছু টাকা বাকি ছিলো। এ নিয়ে প্রায়ই মুসলেম এবং তার পরিবারের লোকজন রিকতাকে বিভিন্ন ভাবে নির্যাতন করতো।
শনিবার রাতেও এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে ওই রাতেই রিকতা শ্বশুরবাড়ীর নিজ ঘড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে রিকতার ভাই নুরু আলম খান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।