মিছিল থেকে ছাত্রদল নেতাদের আটকের নিন্দা ফখরুলের
কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল চলাকালে মিরপুর থেকে ছাত্রদল নেতা হানিফ, পান্না, রকি এবং উজ্জলকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান। ফখরুল বলেন, ৫ জানুয়ারির প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতা দখলকারীরা বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। মিরপুরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে চারজন ছাত্রদল নেতাকে গ্রেফতার বর্তমান অবৈধ সরকারের ধারাবাহিক নীতি-নৈতিকতা বিরোধী, নির্মম ও নিষ্ঠুর কর্মকাণ্ড থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও হাস্যকর মামলা দায়ের করে গ্রেফতারের মাধ্যমে তাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না, চলতে দেওয়া যায় না।
অবিলম্বে ছাত্রদল নেতা হানিফ, পান্না, রকি এবং উজ্জলের মুক্তি দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।