হাসিনার ওপর পঁচা ডিম ছোড়া উচিত: দুদু
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর পঁচা ডিম ছোড়া উচিৎ । খালেদা জিয়াকে ঘর থেকে বের হতে না দেওয়ার প্রতিবাদে তিনি এ মন্তব্য করেন। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় দুদু বলেন, আপনি (প্রধানমন্ত্রী) চেয়ারপার্সনকে বাসা থেকে বের হতে দিচ্ছেন না। প্রেসক্লাব ছাড়া আর কোথাও কোনো সমাবেশও করতে দিচ্ছেন না। এর প্রতিবাদে যদি আপনাকে উদ্দেশ্য করে পঁচা ডিম ছুড়ে মারি তাহলে কেমন হবে! তিনি বলেন, আমরা আর কিছুই করবো না শুধু পঁচা ডিম ছুড়ে মারবো। আপনি তো আর জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন। তাই আপনাকে শেখ হাসিনা বলেই ডাকা যাবে।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আর আওয়ামী লীগ করবেন না, এরা আপনাদের পুড়িয়ে মারবে। যেভাবে মরেছে ফেনীর একরামকে।
দুদু বলেন, ব্রিটিশ আমলের পর থেকে এ পর্যন্ত যত সরকার এই বাংলায় এসেছে তার মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারই সবচেয়ে দুর্বল। এই সরকারের পতন ঘটাতে ২৪ ঘণ্টার মধ্যে আপনারা (জনগণ) ঢাকার রাস্তায় নেমে আসুন। পতন অনিবার্য।
তিনি আরও বলেন, দলীয় সার্থরক্ষার জন্যই এই সরকার সংবিধান পরিবর্তন করেছে। বর্তমান সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা ও কথা বলার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছে। এটা কোনো সভ্য দেশের সংবিধান হতে পারে না।