ভাসানীর নামে পদ্মা সেতুর নামকরণ দাবি

images-horzমজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে পদ্মা সেতুর নামকরণের দাবি জানিয়েছে ন্যাপ ভাসানী ও জাতীয় গণতান্ত্রিক দল। পাশাপাশি শের-এ-বাংলা এ কে ফজলুল হকের নামে মেঘনা সেতু ও শহীদ সোহরাওয়ার্দির নামে গোমতী সেতুর নামকরণ করারও দাবি জানান তারা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে দলগুলোর নেতারা এ দাবি জানান। সমাবেশে ন্যাপ ভাসানীর একাংশের চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী বলেন, আশা করছি এই সরকারের আমলেই পদ্মা সেতুর কাজ সম্পন্ন করা হবে। যেহেতু বাংলাদেশের বড় বড় সেতুগুলো নেতাদের নামে নামকরণ করা হয়েছে সেহেতু আমরা পদ্মা সেতুকে সফল করতে মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানীর নাম দেয়ার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে ন্যাপ ভাসানী ও গণতান্ত্রিক লীগের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend