মঙ্গলবার থেকে বৃহত্তর ময়মনসিংহে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
আগামীকাল মঙ্গলবার থেকে বৃহত্তর ময়মনসিংহের ১৬ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি এই ধর্মঘটের ডাক দেয়। গত শনিবার নেত্রকোনায় পরিবহন শ্রমিকদের সঙ্গে নছিমন-করিমনের শ্রমিকদের সংঘর্ষের জের ধরে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। জানা যায়, গত শনিবার নছিমন-করিমনের শ্রমিকেরা পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালালেও নেত্রকোনার জেলা প্রশাসন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেয়নি। এ ছাড়া ঘটনার সময় পরিবহন শ্রমিকদের ওপর গুলি ছোড়া হয়েছে এবং মামলা দিয়ে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে।
এ ঘটনার প্রতিবাদে আগামীকাল (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে বৃহত্তর ময়মনসিংহের ১৬ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।