দিল্লিতে দৈনিক ৬ ধর্ষণ, ১৪ যৌন হয়রানি

images (1)ভারতের রাজধানী দিল্লিতে দিনে গড়ে ৬ জন নারী ধর্ষণের শিকার হন। একইসঙ্গে যৌন হয়রানির শিকার হন ১৪ জন।
দিল্লি পুলিশ সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছেন। ‘ধর্ষণের রাজধানী’ হিসেবে দিল্লির যে তকমা জুটেছিল, এ তথ্যে তা আরও একধাপ পোক্ত হলো।
২০১৪ সালের প্রথম চার মাসে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ তথ্য দেয় পুলিশ। পুলিশ আরো জানায়, ২০১৪ সালের পহেলা জানুয়ারি থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত দিল্লি পুলিশের কাছে ৬১৬টি ধর্ষণ এবং ১৩৩৬টি যৌন হয়রানির মামলা দায়ের করা হয়।
এর আগে ২০১২ সালে চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের ঘটনার পর ‘ধর্ষণের রাজধানী’ তকমা জোটে দিল্লির কপালে। এ ঘটনার পর নারীদের নিরাপদে চলাফেরা নিশ্চিত করার জন্য বেশ কিছু উদ্যোগ নেয়া হয় দিল্লি পুলিশের পক্ষ থেকে। কিন্তু এ পরিসংখ্যান প্রমাণ করে, দিল্লির রাস্তায় নারীদের নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক প্রচারণা, আত্মরক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, নারী পুলিশ ইউনিট গঠনের মত উদ্যোগগুলো কোনো কাজে আসেনি।

এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ৯০ শতাংশ ক্ষেত্রে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে পরিচিত লোকজনের দ্বারা। তাই ধর্ষণ প্রতিরোধ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। পুলিশের পক্ষ থেকে আরো দাবি করা হয়, ধর্ষণের ঘটনায় করা এসব মামলার ৯০ শতাংশই নিষ্পত্তি করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend