এখন থেকে আর টহল দেবে না র্যাব
সড়ক ও মহাসড়কে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়নকে (র্যাব) আর এখন থেকে টহল, চেকপোস্ট ও টেন্ডার বক্স পাহাড়া দেওয়ার দায়িত্বে দেখা যাবে না। সোমবার র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এ টি এম হাবিবুর রহমান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, আমাদের মৌলিক দায়িত্ব কর্তব্যের ভেতরে যা পড়ে আমরা সেগুলো করবো। সড়কে টহল, চেকপোস্ট বসানো ও টেন্ডার বক্স পাহাড়ার কাজে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে র্যাব সহযোগিতা করতো। মৌলিক দায়িত্ব বেড়ে যাওয়ায় এখন থেকে র্যাব এসব কাজ থেকে বিরত থাকবে।
হাবিবুর রহমান আরও জানান, র্যাব বাহিনীর সুনির্দিষ্ট দায়িত্ব-কর্তব্যের প্রতি বেশি যত্নবান। তাই গত সপ্তাহ থেকেই নিয়মিত টহল বন্ধ করে দেওয়া হয়েছে।