মেয়াদ উত্তীর্ণ সিএনজি চালিত অটোরিকশার মেয়াদ না বাড়ানোর আহ্বান

1400918849CNGমেয়াদ উত্তীর্ণ সিএনজি চালিত অটোরিকশার মেয়াদ না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০২ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ঢাকা মহানগরীতে ১২ হাজার ৭১৫টি অটোরিকশার নিবন্ধন দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

যার ইকনোমি লাইফ ছিল ৯ বছর।

পরবর্তীতে অটোরিকশা মালিক সমিতি সরকারকে জিম্মি করে অবরোধ ও ধর্মঘটের হুমকি দিয়ে দুই দফায় ইকনোমি লাইফ ২ বছর বাড়িয়ে ১১ বছর করে। বর্তমানে বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর আবার সরকারকে জিম্মি করে এর মেয়াদ ৪ বছর বাড়িয়ে ১৫ বছর করার পায়তারা চলছে।

মোজাম্মেল হক আরও বলেন, ১১ বছর অতিবাহিত হওয়ার পর এ গাড়িগুলো চলাচলের মতো অবস্থায় নেই। এ অবস্থায় এসব অটোরিকসার আরও ৪ বছর মেয়াদ বাড়ানোর কোনো যুক্তি নেই।

এমতাবস্থায় সরকার, মালিক, শ্রমিক ও যাত্রী সমন্বয়ে একটি গণশুনানির দাবি জানান তিনি।

যাত্রী ও শ্রমিক জিম্মি করে তাদের মেয়াদ বাড়ানোর পায়তারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যোগাযোগ মন্ত্রীর প্রতি আহ্বান জানান সংগঠনের মহাসচিব।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend