নতুন প্রজন্ম নিরাপদ বিশ্ব গড়তে সমর্থ হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন প্রজন্ম যুদ্ধ ও ধ্বংসের পরিবর্তে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ ও আশঙ্কামুক্ত বিশ্ব গড়ে তুলতে সমর্থ হবে। আজ মঙ্গলবার জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শিক্ষা ও যুবসমাজের ক্ষমতায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানের ভাষণে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, সেদিন বেশি দূরে নয় যখন নতুন প্রজন্ম জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট সকল চ্যালেঞ্জ ও বাধা দ্রুত দূর করবে।
সেখানে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠানেও যোগ দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট উচিদা কাতসুইচিও বক্তব্য রাখেন।
সূত্র- বাসস