ঝিনাইদহে অধ্যক্ষের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

zinaidahoঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আইয়ূব আলীর বিরুদ্ধে ছাত্রীদের উপবৃত্তির টাকা ও কলেজ ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে এনে তার অপসারণ দাবি করেছেন কলেজের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক জিনাত জেসমিন।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ বিবেকানন্দ তরফদার, শিক্ষক প্রতিনিধি মোদাচ্ছের আলী, রমজান আলী, শাহিনুর রহমান, আবুল কাসেম, শাহিন রেজা, ইসরাইল হোসেন ও প্রতিষ্ঠাতা সদস্য সাজ্জাদ হোসেন তপন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কলেজের বর্তমান অধ্যক্ষ আয়ুব আলী সীমাহিন দুর্নীতি করে চলেছেন। তিনি নিয়ম বহির্ভূতভাবে জাল কাগজপত্র দিয়ে কলেজে নিয়োগ লাভ করেছেন। বিভিন্ন সময় কলেজের ফান্ড থেকে লাখ লাখ টাকা আত্মসা‍ৎ করেছেন। কলেজের ভর্তি কার্যক্রমসহ বিভিন্ন সময়ে নানা দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছেন।

আরো বলা হয়, কলেজের বহু ছাত্রীর উপবৃত্তির টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। তার দুর্নীতির কারণে শিক্ষা কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম ভেঙে পড়েছে।

কলেজটি রক্ষার স্বার্থে দুর্নীতিবাজ অধ্যক্ষ আইয়ূব আলীকে অপসারণের জোর দাবি জানান শিক্ষকরা।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend