কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

jam_ctgকুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে এঅ্যাম্বুলেন্সে থাকা রোগী, গাড়ির যাত্রী, চালক ও হেলপারদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

বুধবার ওই মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়ুইগার পুল এলাকায় সকাল পৌনে আটটায় কভার্ডভ্যান ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে পিকআপটি ধুমড়ে মুচড়ে যায়। এতে গাড়ির চালক ও হেলপারসহ অন্তত চারজন আহত হন। কিছুক্ষণ পর চিওড়া এলাকায় ট্রাক ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়। উভয় ঘটনার কারণে দুপুর পর্যন্ত মহাসড়কের আমানগণ্ডা থেকে পদুয়া পর্যন্ত সড়কে যানজট লেগে থাকে।

ঘটনাস্থলে যাওয়ার চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার শেষে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend