পরীক্ষা দিয়েই নটরডেম কলেজে ভর্তি

NDC_Entranceজিপিএর ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তিতে নটরডেম কলেজের ক্ষেত্রে মানা যাবে না। এই কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তিতে সরকারি প্রজ্ঞাপনের কার্যকারিতায় স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে ভর্তি পরীক্ষার মাধ্যমেই নটরডেম কলেজে ভর্তি কার্যক্রম চালাতে হতে আর কোনো বাধা নেই।

নটরডেম কলেজের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মঈন গণি।

বুধবার আদালতে আবেদনটি দায়ের করেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমান্ত রোজারিও।

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক ভর্তির বিষয়ে গত ১৮ মে শিক্ষাসচিব স্বাক্ষরিত একটি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ওই নীতিমালার ৩, ৪ ও ৯ নম্বর ধারায় বলা হয়েছে, নটরডেমে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না এবং ভর্তিতে কোটা অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপনের এ তিনটি বিষয় চ্যালেঞ্জ করা হয়েছে। আদালত এ বিষয়গুলো স্থগিত করে রুল দিয়েছেন। রুলে আদালত জানতে চেয়েছেন, ওই তিনটি ধারা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না।

রিটের বিবাদীরা হচ্ছেন- শিক্ষাসচিব এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend