টাঙ্গাইলে ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্থ, আহত ৫০
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে পাঁচটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বয়ে যাওয়া এ ঘূর্ণিঝড়ে প্রায় ৫০ জন আহত হয়েছেন।
আহতদের নামপরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সকালে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের খন্দকার পাড়া, মৌলভীপাড়া, পাগলাপাড়া, পশ্চিম পাড়া ও ঝোপনা গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে।
এক মিনিট স্থায়ী এ ঝড়ে ঘরবাড়ী ছাড়াও গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।
এছাড়া, পল্লি বিদ্যুৎ লাইনের তিনটি খুঁটি উপড়ে পড়েছে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শরিফুল ইসলাম ক্ষতিগ্রস্থ গ্রামগুলো পরিদর্শন করেছেন।
জানা যায়, অতিদ্রুত ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।