শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ আটক
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।
বুধবার বিকেলে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ডিএইচএলের একটি প্যাকেট থেকে এগুলো আটক করা হয়।
শুল্ক বিভাগের সহকারি কমিশনার কামরুল হাসান জানান, বুধবার বিকেল সাড়ে তিনটায় ডিএইচএলের একটি প্যাকেটের ভেতর থেকে ১২টি স্বর্ণের বার ও ২১টি স্বর্ণের হার এবং নগদ ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়। এগুলো ডিএইচএলের প্যাকেটের ভেতর মোবাইল চার্জারের মধ্যে ছিল।
তিনি আরও জানান, রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকার নিউ খান ইলেক্ট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠান এগুলো ডিএইচএলের মাধ্যমে পাচার করছিল। প্রতিষ্ঠানটির মালিকের নাম বাবু বলে জানা গেছে।