গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সিলেটে মানববন্ধন
সিলেটের বিয়ানীবাজারে দুই সহোদর বোনকে গণধর্ষণের প্রতিবাদ ও গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মানববন্ধন করেছে অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি (অ্যাসোনিক)।
বুধবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অপরাধীরা শাস্তি পায় না বলেই সমাজে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ সংঘটিত হয়। এই ধারাকে ভাঙতে হবে। অন্যথায়, এ ধরনের অপরাধকর্ম বাড়তেই থাকবে।
প্রসঙ্গত, গত রোববার ভোররাতে সিলেটের বিয়ানীবাজারে বাবা-মায়ের সামনে দুই সহোদর বোনকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- অ্যাসোনিক-এর সাধারণ সম্পাদক জুনেদ আব্দুল্লাহ গুলজার, জাসাস, সিলেটের সভাপতি জসিম উদ্দিন, ‘বিবেক’ সিলেটের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস, চ্যানেল ২৪-এর ব্যুরো প্রধান গুলজার আহমদ, দেশ টিভির ক্যামেরাপার্সন আশরাফুল কবির প্রমুখ।