ঝিনাইগাতী উত্তরন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচনী তফশীল ঘোষনা
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: ঝিনাইগাতী উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর অর্ন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন/১৪ এর তফশীল ঘোষনা করেছেন নির্বাচন পরিচালনা কমিটি। তফশীল ঘোষনা উপলক্ষে ২৯ মে বৃবস্পতিবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে অত্র সমিতির অর্ন্তবর্তী কমিটির সভাপতি ও উপজেলা সমবায়য়ের সহকারী পরিদর্শক আলিমুল আজিমের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায়ের অডিটর প্রনব ভট্রাচার্য সমিতির নেতৃস্থানীয় ব্যত্কিবর্গের উপস্থিতিতে নির্বাচন/২০১৪ এর তফশীল ঘোষনা করেন। ৩ সদস্যের নির্বাচন কমিটির অন্য দু,জন হলেন,(১) মোতালেব হোসেন, সদস্য ও সহঃপরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, (২) শাহজালাল সাজল, অত্র সমিতির সদস্য। নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৫জুলাই বেলা ১০ ঘটিকা হইতে ৩ ঘটিকা পর্যন্ত স্থানীয় হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন/১৪ ইং অনুষ্ঠিত হবে। সমিতির ব্যবস্থাপনা কমিটির একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সেক্রেটারী ,একজন ট্রেজারার ও দুই জন সদস্য সহ মোট ৬ (ছয়) জন সমিতির সকল সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আগামী ১৫জুলাই অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠ, বিধি সম্মত ও নিরপেভাবে অনুষ্ঠানের ল্েয নির্বাচন কমিটির গত ২৯ মে/১৪ ইং তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক ৮ ও ৯ জুন মনোনয়ন পত্র বিক্রি, ১১ জুন মনোনয়ন পত্র দাখিল, ১২ জুন মনোনয়ন পত্র বাছাই ও বাছাই শেষে প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ, ১৫ ও ১৬ জুন প্রাথমিক খসড়া তালিকায় অর্ন্তর্ভূক্ত কোন প্রার্থীর মনোয়নয়ন পত্রের বিষয়ে আপত্তি কিংবা বাতিলকৃত প্রার্থীর আপীল আবেদন গ্রহণ, ১৭,১৮ ও ১৯ জুন আপীলের শুনানী ও রায় ঘোষণা, ২২জুন চূড়ান্ত প্রার্থীর নামের তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ, ৩ জুলাই প্রার্থীর পদ প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ১৫জুলাই/১৪ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গনণা ও ফলাফল প্রকাশ। এ নির্বাচনকে ঘিরে সমিতির সকল সদস্যদের মাঝে স্থানীয় নির্বাচনের মতো আমেজ লক্ষ্য করা গেছে।