রাজশাহীতে শিবিরের ৬ নেতা-কর্মী আটক
রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ছাত্রাবাসে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আইএইচটি শাখা শিবিরের সভাপতি সাদ্দাম হোসেন, সেক্রেটারি এহসানুল্লাহ বিপ্লব, শিবির কর্মী মিরাজুল ইসলাম, আব্দুস সবুর, রেজওয়ানুল ইসলাম ও মেহদী হাসান।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নগরীর পুলিশ তাদের আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজপাড়া থানার অফিস ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে তিনটি চাপাতি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ছাত্রাবাসের গেটের তালা ভেঙ্গে রুমে অভিযান চালায় পুলিশ। এ সময় ছাত্রদের মারপিট ও রুমের আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে ঘুমন্ত অবস্থায় ছয়জনকে আটক করে নিয়ে যায়।
এছাড়া পুলিশ তাদের কাছে থাকা একটি ল্যাপটপ, পাঁচটি মোবাইল ফোন, ২০ হাজার টাকা ও বেশকিছু বই জব্দ করে নিয়ে যায়। সেখান থেকে কোন অস্ত্র উদ্ধার করা হয়নি বলেও জানান তারা।