শেষ মূহুর্তে জমে উঠেছে বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচন
উমর ফারুক, বকশীগঞ্জ ( জামালপুর) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচন প্রার্থীরা নিঘুম রাত্রি যাপন করে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছে। আগামী ৪ঠা জুন সারা দেশের ন্যায় বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। কমান্ডার পদে ৪জন প্রার্থী নির্বাচন করছেন। ধারণা করা হচ্ছে ৪জন প্রাথীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। সাবেক ৩জন কমান্ডার সহ নতুন একজন ও চমক দেখাতে পারেন। পাক্তন কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন (হাতী), এ কে এম সিরাজুল ইসলাম সিরাজ(সেলাই মেশিন),নওশেদ আলী(কলস) ও নতুন মুখ হিসাবে সাবেক ডিপুটি কমান্ডার শরীফ উদ্দিন(কম্পিউটার) প্রতিদন্দতা করবেন। ডিপুটি কমান্ডার পদে লড়ছেন ৩জন। তারা হলেন, আঃ বাছেদ,মোঃ লূৎফর রহমান, ও হাজী মোঃ মুন্নাফ আলী। এছাড়া সাংগঠনিক পদে ৪ জন প্রার্থী প্রতিদন্দিতা করবেন। নির্বাচনকে ঘিরে মুক্তিযোদ্ধাদের মাঝে উৎসব উৎফুল্লের বন্যা বয়ে চলছে। প্রতিটি প্রার্থীই নিজেদের প্রতিশ্রোতির ফুলঝুড়ি সড়াচ্ছে ভোটারদের মাঝে। মুক্তিযোদ্ধাদের স্ত্রী পুত্র ও কণ্যাদের এ সময় কদর বৃদ্ধি পেয়েছে। শেষ মূহুর্তে বিজয়ের মালা কার গলে পড়বে সে অপোয় মুক্তিযোদ্ধারা ও বকশীগঞ্জ সচেতন মহল এবং বকশীগঞ্জ বাসী। নির্বাচন উপলে প্রার্থীরা প্রতিটি মুক্তিযোদ্ধার বাড়ী বাড়ী গিয়ে পরিবারের সঙ্গেও কুশল বিনিময় করে ভোট বাগে আনার চেষ্টা করছে। অনেক মুক্তিযোদ্ধাদের মনে শংকা শেষ মুহুর্তে অর্থের ছড়াছরি হয় কিনা। এছাড়া দলীয় সমর্থন যেহেতু কাজ করছে। সে জন্য দলের গদফাদারা অর্থব্যয়ে অসুবিধা বোধ করবেনা। এ বিষয়ে মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চাইছে যোগ্য প্রার্থী নির্বাচিত হোক। কারণ যোগ্য ব্যক্তি নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।